বুধবার রাতের হাওয়া বদলের রেশ আগামী কিছুদিন জারি থাকবে রাজ্যে।
ফাইল ছবি
শেষ আপডেট: 22 May 2025 09:52
দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতের হাওয়া বদলের রেশ আগামী কিছুদিন জারি থাকবে রাজ্যে (West Bengal)। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস (Weather Update) দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা তো বটেই, উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেও বৃষ্টির আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। তবে রাতের দিকে স্বস্তি থাকলেও দিনের বেলায় গরমের প্রভাব কিন্তু থেকে যাবেই।
হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে পূর্ব-পশ্চিম অক্ষরেখা পাঞ্জাব ও সংলগ্ন এলাকা থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। যেটি হরিয়ানা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরবঙ্গ ও সিকিমের ওপর দিয়ে গেছে। এই কারণেই রাজ্যজুড়ে এমন আবহাওয়া। বৃহস্পতিবার বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা সহ প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ জুড়ে। যদিও তাপমাত্রার বড় পরিবর্তন নেই রবিবার পর্যন্ত। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
এদিকে কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে পুরোপুরি মেঘলা আকাশের সম্ভাবনা। ঝড়-বৃষ্টিতে রাতের তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি কমেছে। সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলার দিকে জলীয় বাষ্প জনিত অস্বস্তি থাকবে।
বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫২ থেকে ৯৮ শতাংশ।
দক্ষিণের মতো উত্তরবঙ্গেও টানা বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে পার্বত্য জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে।