শেষ আপডেট: 4th January 2025 08:21
দ্য ওয়াল ব্যুরো: বর্ষ বিদায় এবং নববর্ষের মাহেন্দ্রক্ষন থেকেই বাংলায় নতুন করে পারদ পতন হতে শুরু করেছিল। শনিবার কলকাতায় ১৪, আর পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ৯ ডিগ্রির নীচে নেমেছে তাপমাত্রা।
কিন্তু লেপ মুড়ি দিয়ে থাকার দিন বোধহয় দীর্ঘস্থায়ী হল না! আলিপুর আবহওয়া দফতর জানিয়েছে, শনিবারই জাঁকিয়ে ঠান্ডার দিন শেষ! রবিবার থেকে ফের দক্ষিণবঙ্গে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গে বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। ফলে হাড় কাঁপানো ঠান্ডার আমেজ থাকবে না।
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তর পশ্চিমের শীতল হাওয়া। তবে বঙ্গোপসাগর থেকে পূবালী হাওয়ার দাপটে শনিবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। রবিবার থেকে আবার বাড়বে তাপমাত্রা।
তবে তাপমাত্রা বৃদ্ধি দীর্ঘ স্থায়ী হবে না। আগামী সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। এর ফলে মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং জেলায় তুষারপাতের হালকা সম্ভাবনা রয়েছে।
শুক্রবার দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা ছিল শ্রীনিকেতনে, ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে আসানসোলে ৯.১ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমান ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস, ঝাড়গ্রামে ৯ ডিগ্রি এবং কলকাতার আলিপুরে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে দার্জিলিঙে ১.৪ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতর সূত্রের খবর, শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯৩ শতাংশের মধ্যে থাকবে।
রবিবার থেকে প্রবল বৃষ্টি হতে পারে জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দিল্লি, উত্তরপ্রদেশেও। শৈত্য প্রবাহের সম্ভাবনা কর্ণাটক এবং তেলেঙ্গানাতে।