শেষ আপডেট: 9th October 2024 08:45
দ্য ওয়াল ব্যুরো: হা-পিত্যেশ করে লাভ নেই! বৃষ্টিকে সঙ্গী করেই কাটাতে হবে এবারের পুজো। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অন্তত তেমনটাই জানান দিচ্ছে।
আবহাওয়া দফতরের দাবি, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তারই প্রভাবে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কখনও কড়কড়ে রোদ্দুর কখনও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কলকাতা-সহ জেলায় জেলায়। তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা নেই।
হাওয়া অফিসের এক আধিকারিক বলেন, পুজোর সময় বৃষ্টির কথা শুনে অনেকে ভাবেন পুজোটা বোধহয় মাটি হয়ে গেল। তবে এবারে একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। ফলে বাড়ি থেকে বেরোনোর আগে ওয়েদার রিপোর্ট দেখে নিলে বৃষ্টিকে এড়িয়ে নির্বিঘ্নে পুজো দেখা যাবে।
হাওয়া অফিস জানাচ্ছে, ৯ ও ১০ অক্টোবর অর্থাৎ ষষ্ঠী এবং সপ্তমীতে কলকাতা-সহ জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। অষ্টমীতে অর্থাৎ ১১ অক্টোবর বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার আলিপুরদুয়ারে। দশমীর দিন আবার কিছুটা কমবে বৃষ্টি।
এর আগে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, পুজোর সময় সেই অর্থে বৃষ্টি হবে না! তাহলে হঠাই আবহাওয়ার মুড স্যুইং কীভাবে? আলিপুর জানাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপ। অন্যদিকে আর একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ লাগোয়া এলাকায়। এরই প্রভাবে আবহাওয়ার এই পরিবর্তন।