শেষ আপডেট: 7th December 2024 08:41
দ্য ওয়াল ব্যুরো: জাঁকিয়ে ঠান্ডার পরিবর্তে ঝমঝমিয়ে বৃষ্টি! আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়ার হাল হকিকত এমনটাই থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের দাবি, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার দাপট দেখা দিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে সোমবার পর্যন্ত তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। তবে তারপর আগামী কয়েকদিন তাপমাত্রা ফের বাড়বে। ফলে এখনই কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই।
রবি ও সোমবার হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি এলাকায়।
অন্যদিকে সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার ও সোমবার কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই পরিবর্তে আবহাওয়া শুষ্ক থাকবে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি। আগামী ২৪ ঘণ্টা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৯১ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে।
আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি হবে মধ্য মহারাষ্ট্রে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তামিলনাডু, পন্ডিচেরিতে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শনিবার থেকে সোমবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। সমতলে প্রভাব পড়বে রবিবার ৮ ডিসেম্বর থেকে।