শেষ আপডেট: 17th October 2024 09:28
দ্য ওয়াল ব্যুরো: বর্ষা বিদায়ের পর রাজ্যে আপাতত শুষ্ক আবহাওয়া। তবে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ায় সাময়িক বিরতি। একের পর এক নিম্নচাপ বঙ্গোপসাগরে। দখিনা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে।
আজ, বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কোনও জেলায় ভারী বৃষ্টি হবে না।
জানা গেছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু অংশে বৃষ্টি হবে এই দু'দিন।
ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ চেন্নাই উপকূলের দিকে রয়েছে। আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী সপ্তাহে, যেটি ওড়িশা ও অন্ধ্র উপকূলে প্রভাব বিস্তার করবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর বাংলাদেশেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত।
উত্তরবঙ্গের ছ'টি জেলাতেও রয়েছে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। জানা গেছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে এই বৃষ্টি হবে। বাকি দু'টি জেলা দক্ষিণ দিনাজপুর এবং মালদহের আবহাওয়া শুষ্ক থাকবে।
বৃহস্পতিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুর বা বিকেলের মধ্যে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রির আশপাশে।
তবে বৃহস্পতি ও শুক্র-- দু'দিন বৃষ্টি হওয়ার পরে শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের পাঁচটি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু অংশে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি তিনটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
রবিবার দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি ছ'টি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না।
রবিবার আবার দক্ষিণবঙ্গের চার জেলা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
মঙ্গলবার থেকে ফের বৃষ্টি বাড়ার পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি।