শেষ আপডেট: 11th August 2024 10:09
দ্য ওয়াল ব্যুরো: রবিবারের কাকভোর থেকেই আকাশের মুখভার। ভোরের আলো ফোটার পরেও অন্ধকার করে ছিল আকাশ। শুরু হয় হাল্কা বৃষ্টিও। বেলা বাড়লে বৃষ্টি থামলেও, মেঘ কাটেনি এখনও।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আজ, রবিবার দক্ষিণবঙ্গের ছ’জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। অন্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়জলের সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে কোনও জেলাতেই এক টানা ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বৃষ্টি হলেও তাপমাত্রার তেমন হেরফের হবে না বললেই চলে। একই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কিনা স্বাভাবিকের থেকে সামান্য কম। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সারা দিনই কলকাতার আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দিনভর বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে।
অ্যাকুওয়েদার বলছে, সকাল ১০টা নাগাদ শহরে বৃষ্টির সম্ভাবনা ১৯ শতাংশ। তবে বেলা গড়াতে ফের একবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে শহরে। সকাল ১১ থেকে বিকেল ৪টে পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ বা তার বেশি থাকবে বলে জানা যাচ্ছে। এরপর বিকেল থেকে সন্ধে পর্যন্তও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশের আশেপাশেই থাকবে। রাত ১০টা থেকে কাল সকাল পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা শহরে।
উত্তরবঙ্গের তিন জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টি হবে।