ফাইল ছবি।
শেষ আপডেট: 10th August 2024 11:28
দ্য ওয়াল ব্যুরো: বজ্রবিদ্যুৎ-সহ ওয়াইড স্প্রেইড রেইনের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। বৃষ্টি দক্ষিণবঙ্গে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং-সহ পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। রবিবারের পরে বৃষ্টির পরিমাণ কমবে।
কলকাতায় সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আজ মূলত আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৯ থেকে ৯১ শতাংশ।
ফের বাংলায় সক্রিয় মৌসুমী অক্ষরেখা। সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি সরে ঝাড়খণ্ডের উপরে অবস্থান করছে। ওদিকে রাজস্থান, উত্তর প্রদেশ এবং অসমে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।
দক্ষিণবঙ্গে আজ শনিবার প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি।
রবি ও সোমবারে আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। সব জেলাতেই ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও নদিয়া জেলাতে।
উত্তরবঙ্গে আজ শনিবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার এই তিন জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
রবিবার বৃষ্টি একটু বাড়তে পারে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা পাঁচ জেলাতে-- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।