শেষ আপডেট: 25th July 2024 09:13
দ্য ওয়াল ব্যুরো: মেঘ-বৃষ্টি-রোদের যৌথ পারফরমেন্সে কেটে গেছে সপ্তাহের প্রথম তিন দিন। আজ, বৃহস্পতিবারও দু-এক পশলা বৃষ্টি হতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে ভারী বৃষ্টি না হওয়ায়, গরম কমবে না কলকাতায়।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
এবছর এখনও তেমন করে ভাল বর্ষা নামেনি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে এবার মিলতে পারে সুখবর। ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে। ফলে জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার এবং আগামিকাল শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
তবে রাজ্যে বর্ষা প্রবেশের পর থেকে উত্তরবঙ্গে নাগাড়ে বৃষ্টি হয়েছে দফায় দফায়। কখনও ভারী আবার কখনও অতি ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক জেলায় টানা কয়েকদিন জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছিল। জানা গেছে, আজ এবং কাল উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমলেও শনিবারের পর থেকে ফের একবার ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।