শেষ আপডেট: 22nd July 2024 09:27
দ্য ওয়াল ব্যুরো: আজ, সোমবার থেকেই ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। প্রবল ঝড়জলে সাগর উত্তাল হতে পারে, তাই মৎস্যজীবীদের জন্যও জারি হয়েছে সতর্কবার্তা।
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে ঘনিয়ে ওঠা নিম্নচাপ ওড়িশা হয়ে ছত্তীসগড়ের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এর জেরে আগামী কয়েকদিন সমুদ্র অশান্ত থাকবে। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আজ সোমবার ও আগামী কাল মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলায়।
সোমবার ভোর থেকেই কলকাতায় বৃষ্টি। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। আজ দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলা কালিম্পঙে ও জলপাইগুড়িতেও।