শেষ আপডেট: 20th October 2024 17:10
দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আন্দামান সাগরের কাছে। যা আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে ও পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর থেকে শক্তি বাড়িয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। যার ফলে রবিবার অর্থাৎ ২০ তারিখ সকাল থেকেই আকাশের মুখ ভার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এর প্রভাব আমাদের রাজ্যে খুব বেশি না পড়লেও দক্ষিণবঙ্গের কিছু জায়গা ও উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টি হবে।
২৩ তারিখ অর্থাৎ বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে এটি। ২৪ তারিখ, বৃহস্পতিবার ওড়িশা ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বুধবার থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উপকূলবর্তী জেলা, বিশেষ করে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদনীপুরের বৃষ্টির পরিমাণ বেশি থাকার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও।
২৪ তারিখ ঘূর্ণিঝড়টি ওড়িশার কাছে আসায় কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২১-২৬ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় এই সময় হাওয়ার গতিবেগ থাকতে পারে ১০০-১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ফলে গাছপালা ও কাচা বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ারও আশঙ্কা রয়েছে।
উত্তরবঙ্গে এর কোনও প্রভাব পড়বে না। ফলে বৃষ্টির কোনও সম্ভাবনা উত্তরবঙ্গে নেই।