শেষ আপডেট: 15th July 2024 18:51
দ্য ওয়াল ব্যুরো: আগামী রবিবার ২১ জুলাই। প্রতি বছরের মতো চলতি বছরও তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস পালনের কর্মসূচি। আর এবারও এদিন কলকাতা ভাসতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সপ্তাহের শেষের দিকেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। রবিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস বলছে, ওড়িশা ও অন্ধপ্রদেশ উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার প্রভাবেই বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। আর ২১ জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা। সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। দুপুরের পর বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিও হয়েছে। তবে বৃহস্পতিবার পর্যন্ত এত বৃষ্টি থাকবে না। তবে শুক্রবার আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে।
এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে নাগাল্যান্ড ও গুজরাতে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা সংলগ্ন এলাকায়। ওদিকে, মৌসুমী অক্ষরেখা সম্বলপুর ও পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত। একটি অফশোর অক্ষরেখা রয়েছে মহারাষ্ট্র থেকে কেরল পর্যন্ত। এই কারণেই সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
ওড়িশা ও অন্ধ উপকূলে নিম্নচাপের প্রভাবেই আগামী শুক্রবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। একুশে জুলাইতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
উত্তরবঙ্গে আগের তুলনায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে। গোটা সপ্তাহজুড়েই চলবে এই বৃষ্টি।