শেষ আপডেট: 4th February 2025 19:16
দ্য ওয়াল ব্যুরো: হাওয়া অফিস আগেই আভাস দিয়েছিল যে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে সপ্তাহজুড়ে আবহাওয়ার খামখেয়ালিপনা চলবে। সেই মতো মঙ্গলবার কিছুটা কমল তাপমাত্রার পারদ। ৩ থেকে ৪ ডিগ্রি কমেছে রাজ্যে।
এদিন কলকাতায় ১৮ ডিগ্রির ঘরে ছিল তাপমাত্রা। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিংয়ে ০.৬ ডিগ্রি, আলিপুরদুয়ারে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। পার্বত্য অঞ্চলের একাধিক জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা ইতিমধ্যে রয়েছে। বলা হয়েছে, দৃশ্যমানতা ৫০ মিটার নেমে আসবে।
দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা রয়েছে। বুধবারের পর বৃহস্পতিবারও মাঝারি কুয়াশার সর্তকতা সাত জেলাতে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না। বরং স্বাভাবিকের কাছাকাছি থাকবে পারদ। সকাল-সন্ধে সামান্য শীতের আমেজ ফিরলেও ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলা থেকে বিদায় নিতে চলেছে শীত।
এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আগামী ৮ ফেব্রুয়ারি ঢোকার কথা। তার জেরেই এই পরিস্থিতি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।