শেষ আপডেট: 11th March 2025 09:40
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গে কার্যত নিশ্চিত বসন্ত উৎসব (Holi) মাটি করবে বৃষ্টি (Rain)। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া আবহাওয়া দফতর (Weather)। তারা বলছে আজ, অর্থাৎ মঙ্গলবার পার্বত্য ও সংলগ্ন তিন জেলাতেই বৃষ্টি হবে। বুধবার থেকে ধারাপাতের পরিমাণ আরও বাড়বে।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার দরুন তাপমাত্রা ক্রমশ বাড়বে। মঙ্গলবার রাতে উপকূলের কাছাকাছি সমুদ্র উত্তাল হবে। জলোচ্ছ্বাসেরও আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে।
শুক্রবার দোল। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর। তার আগে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং-সহ উপরের পাঁচ-ছ'টি জেলায়।
উত্তরবঙ্গে আজ দার্জিলিং-সহ তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার ছয় জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে।
তবে আবহাওয়া দফতর সুখবর দিয়ে বলেছে, দোল উৎসবে কলকাতায় ৩৫-৩৬ ডিগ্রি পারদ চড়তে পারে। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রিও পেরিয়ে যেতে পারে। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।