শেষ আপডেট: 13th March 2025 18:22
দ্য ওয়াল ব্যুরো: সকাল সকাল বাড়ির বাইরে বেরোলে এখনই ঘেমে-নেয়ে দশা। সেই দহনজ্বালা আরও বাড়বে বলে স্পষ্ট করে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
শুক্রবার দোল। এই সপ্তাহে উত্তরে বৃষ্টি, দক্ষিণে তাপপ্রবাহের সতর্কতার কথা আগেই বলা হয়েছিল। মার্চেই বাংলার জেলায় জেলায় আবহাওয়ার খামখেয়ালিপনা শুরু হবে বলেও জানাল তারা।
শনিবার বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের (Heat Wave) সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোও যে নিস্তার পাবে তা নয়। রোববার এই জেলাগুলির তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলেও জানানো হয়েছে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই।
আগামীকাল শুক্রবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই চার জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টি (Rain) হবে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে।