শেষ আপডেট: 7th December 2024 19:33
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। এই কারণে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে। আগামী কয়েকদিনে রাজ্যের তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়ে দিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দু-তিনদিনের জন্য কমবে শীতের আমেজ। মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রার পারদ ওপরের দিকেই থাকবে। তবে তারপর থেকে তা কমতে পারে। এর মাঝে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সব জেলায় নয়, পশ্চিমের জেলাগুলি যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবারও সোমবার বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি। আগামী ২৪ ঘণ্টা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৯১ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে।
এদিকে সোমবার পর্যন্ত দার্জিলিং-এ তুষারপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার হালকা বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। হালকা বৃষ্টি হবে কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলাতে।