শেষ আপডেট: 31st December 2024 08:25
দ্য ওয়াল ব্যুরো: বাতাসে শীতের আভাস থাকলেও জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও প্রভাব দেখা যাচ্ছে না। হাওয়া অফিস বলছে বছরের শেষ দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি বেশি।
৩১ ডিসেম্বর দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
জানা যাচ্ছে, আগামী এক দিনে গাঙ্গেও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী, ১ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রির ঘরে। এরপর ২ জানুয়ারি থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রির আশেপাশে। ৩ ও ৪ তারিখ শহরের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৬ ডিগ্রির কাছে।