শেষ আপডেট: 12th March 2025 11:27
দ্য ওয়াল ব্যুরো: দোলের (Holi) আর মাত্র ২ দিন বাকি। তার আগে গরম বাড়ার আভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। মূলত দক্ষিণবঙ্গেই তাপমাত্রা বৃদ্ধি পাবে। উত্তরবঙ্গে এখনও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ দোলের আগে রাজ্যের বেশিরভাগ জেলায় তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী (Weather Update)।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে আগামী কয়েকদিনের মধ্যে। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কমপক্ষে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
আগামী তিন দিনে কলকাতার তাপমাত্রা ফের ৩৫/৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৭ থেকে ৮৯ শতাংশ। কলকাতা সহ বাকি জেলাগুলিতে ভোরবেলায় ও সন্ধেতে মনোরম আবহাওয়া বিরাজ করবে। ধীরে ধীরে বেলা বাড়লে উষ্ণতা বাড়বে, রাতেও গরম এবং অস্বস্তি থাকবে। তবে আপাতত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর - এই ছয় জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাকি পার্বত্য জেলাতে। এরই মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
পশ্চিমবঙ্গ ছাড়া দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু, পুদুচেরি এলাকায়। ভারী বৃষ্টি হবে কেরালা ও মাহেতেও। জম্মু-কাশ্মীর, লাদাখেও আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির পূর্বাভাস। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাও ভিজতে চলেছে।