শেষ আপডেট: 6th March 2025 09:10
দ্য ওয়াল ব্যুরো: দোল (Holi) আসতে আর বেশি দিন বাকি নেই। এদিকে আবহাওয়ার ভোলবদল (Weather Update) দেখে অনেকে মনে করছেন, এবার হয়তো গরমে রঙ খেলতে হবে। কিন্তু আপাতত এমন আভাস দিচ্ছে না হাওয়া অফিস। তাপমাত্রার ওঠা-নামা থাকলেও দোলের সময়ে হালকা শীতের অনুভূতি (Winter) মিলতে পারে, এমনই ইঙ্গিত মিলছে।
রাত বাড়লে এবং ভোরের দিকে এখনও শীতের শিরশিরানি ভাব রয়েছে। তা দোল পর্যন্ত থাকবে বলে মনে করছে আবহাওয়া দফতর। পূর্বাভাস দেওয়া হয়েছে, আগামী চার-পাঁচ দিন তাপমাত্রার বিশেষ বদলের সম্ভাবনা কম। তাই দোলের সময়টা শিরশিরানি ভাব থেকে যাবে। যদিও বেলা বাড়লে গরম বাড়বে বলেও স্পষ্ট করেছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ২৮ শতাংশ বলে জানিয়েছেন আবহবিদরা। দক্ষিণবঙ্গে আপাতত নতুন করে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। পরিষ্কার থাকবে আকাশও।
বৃষ্টিপাত যেহেতু হবে না তাই সপ্তাহান্তে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যে ইঙ্গিত মিলেছে, চলতি সপ্তাহেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। তাই গরমের ইনিংস যে পাকাপাকিভাবে শুরু হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টি হবে। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। আগামী মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং-এ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। এছাড়া পার্বত্য এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে।