শেষ আপডেট: 14th March 2025 18:59
দ্য ওয়াল ব্যুরো: যেমন পূর্বাভাস ছিল, তেমন মিলে গেছে। গরমে কেটেছে দোল। কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া (Weather Update) ছিল শুষ্ক। বেলা যত বেড়েছে, তাপমাত্রাও তত বেড়েছে। দোল (Holi) মিটে যাওয়ার পর রাজ্যের আবহাওয়ায় ফের বদলের ইঙ্গিত। আগামী সপ্তাহেই হতে পারে বৃষ্টি।
হাওয়া অফিস বলছে, আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই দক্ষিণে। তবে বৃহস্পতিবার থেকে একাধিক জেলা ভিজতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা-মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি।
ইতিমধ্যে রাজ্যের বহু জেলায় তাপপ্রবাহ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার থেকেই তার প্রভাব পড়বে বলে অনুমান। এতএব এটা স্পষ্ট, তাপমাত্রা বাড়তে চলেছে।
এমনিতেই কলকাতায় তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে চলে গেছে এখনই। সপ্তাহান্তে তা আরও কিছু বাড়তে পারে। রাতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৭-৯১ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে।
আগামী সপ্তাহে বৃষ্টি হলেও যে খুব স্বস্তি মিলবে, এমনটা মনে করছে না খোদ আবহাওয়া দফতরও। তাই গরমের জন্য প্রস্তুতি নিতেই পরামর্শ দেওয়া হচ্ছে।
দক্ষিণবঙ্গে দাবদাহ শুরু হলেও উত্তরবঙ্গ কিছুটা স্বস্তিতে থাকবে আপাতত। কারণ সেখানের একাধিক পার্বত্য জেলায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে আগামী রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। এছাড়া উপরের পাঁচ জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বওয়ার সম্ভাবনা।