শেষ আপডেট: 5th March 2025 08:57
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের তাপমাত্রার ভোলবদল (Weather Update) দেখে সাধারণ মানুষও বিচলিত। না পুরোপুরি শীত যাচ্ছে, না গরম আসছে। একেবারে যেন মাঝামাঝি কোনও এক পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে আবহাওয়ার কাঁটা। এর মধ্যে আবার সামান্য তাপমাত্রা কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। তাহলে কি শীত (Winter) আবার নতুন করে ফিরছে?
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির (Rain Forcast) সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ থাকতে চলেছে। তবে এর সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমবে। আগামী সপ্তাহের মাঝে সামান্য তাপমাত্রা কমতে পারে। তবে সপ্তাহের শেষে অর্থাৎ উইকেন্ডে ফের তাপমাত্রা বাড়বে। রাতে সামান্য অস্বস্তিকর আবহাওয়া হতে পারে।
শীত যে ফিরবে তা কখনই বলছে না হাওয়া অফিস। তবে এটা ঠিক শীতের অনুভূতি যেতে যেতেও যাচ্ছে না। কিন্তু গরমের পরিস্থিতি যে সম্পূর্ণ তৈরি তা স্পষ্ট। এ সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ফের ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ছুঁতে পারে। জেলায় জেলায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৩ থেকে ৮৮ শতাংশ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য উপরে।পরিষ্কার আকাশ। বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে আবার কার্যত বিপরীত পরিস্থিতি। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। আগামী মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং-এ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। এছাড়া পার্বত্য এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না আগামী ৪-৫ দিনে।