শেষ আপডেট: 27th January 2025 20:02
দ্য ওয়াল ব্যুরো: শনিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করলেও তা জাঁকিয়ে শীত আনতে পারেনি। হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, চলতি সপ্তাহে পারদ বাড়তে পারে। সেক্ষেত্রে বলা যায়, গরম আর বেশিদূরে নেই!
আবহাওয়া দফতরের ইঙ্গিত, ফেব্রুয়ারি মাসের প্রথমেই কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশে চলে যেতে পারে! পাশাপাশি রাজ্যজুড়েই তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রাও বাড়বে। এতএব আচমকাই গরম অনুভূত হবে বাংলাজুড়ে।
সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৬ থেকে ৯০ শতাংশের মধ্যে থাকবে।
দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর জেলায় আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতেও কুয়াশার দাপট দেখা যাবে।
এদিকে মঙ্গলবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। শিলাবৃষ্টি এমনকী তুষারপাতের সম্ভাবনাও রয়েছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। আর কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা সম্ভাবনা। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা।