শেষ আপডেট: 26th March 2025 17:59
দ্য ওয়াল ব্যুরো: সকাল ও সন্ধেয় মনোরম পরিবেশ থাকলেও ধীরে ধীরে তাপমাত্রার পারদ (Weather Update) বাড়তে শুরু করেছে বাংলায় (West Bengal)। আর চলতি সপ্তাহের শেষের দিকেই বেশিরভাগ জেলায় ৩৫ ডিগ্রির ওপর চলে যাবে তাপমাত্রা। আর কলকাতায় তা ছাপিয়ে যেতে পারে ৩৭ ডিগ্রিও! এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের (Weather Office)।
হাওয়া অফিস বলছে, সপ্তাহান্তে কলকাতায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। আগামী তিনদিনে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে গরম অনেকটাই বাড়বে। সেক্ষেত্রে বলা যায়, এপ্রিল মাসের শুরুতেই প্রবল গরম পড়তে চলেছে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে সম্পূর্ণ উল্টো পরিবেশ থাকতে চলেছে আগামী কদিন। বৃহস্পতিবার থেকে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি শুরু হতে পারে। শুক্রবারের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া, রবিবার ও সোমবার দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে একাধিক অন্যান্য রাজ্যে তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। ওড়িশা, তামিলনাডু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ প্রচণ্ড গরম অনুভূত হবে। অন্যদিকে, জম্মু-কাশ্মীর, লাদাখ ও মোজাফফরাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা হিমাচল প্রদেশ, পাঞ্জাব, কর্নাটক, কেরলও।