শেষ আপডেট: 29th July 2024 10:30
দ্য ওয়াল ব্যুরো: নিম্নচাপের সক্রিয়তা আর নেই। তবে আপাতত আবহাওয়ার রোদ-বৃষ্টির লুকোচুরি চলবে। চলতি সপ্তাহে উত্তর-দক্ষিণের সব জেলাতেই বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েকটি জেলাতে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ওয়াইড স্প্রেইড রেইন চলবে দক্ষিণবঙ্গে। শনিবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সোমবার থেকেই দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেইড রেইন শুরু হবে। সপ্তাহের মাঝে বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সাত দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।
মঙ্গলবারও ওয়াইড স্প্রেইড রেইনের পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে।
বুধবার বৃষ্টির পরিমাণ বাড়বে। ওইদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস মিলেছে। এরপর বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সপ্তাহের মাঝে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সোমবারও কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে কলকাতাতে। কখনও আংশিক মেঘলা আকাশও হবে। তখন জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। সামান্য তাপমাত্রাও বাড়তে পারে। সপ্তাহের মাঝামাঝি কলকাতায় বৃষ্টি বাড়তে পারে। সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি।
সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গেও ঝড়জল চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উপরের দিকের পাঁচ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং জলপাইগুড়ি জেলাতে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা এবং উত্তর দিনাজপুরে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারের পর বৃষ্টির পরিমাণ কমবে।