শেষ আপডেট: 5th August 2024 10:59
দ্য ওয়াল ব্যুরো: আগামী কয়েকদিন উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত। যার প্রভাবেই বৃষ্টি অব্যাহত বাংলায়। বর্তমানে বিহার-ঝাড়খণ্ডের গভীর নিম্নচাপ উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিমে সরে যাবে এই নিম্নচাপ। উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশেই এটি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে।
অন্যদিকে, অসমে রয়েছে ঘূর্ণাবর্ত আর দক্ষিণ-পশ্চিম রাজস্থানে তৈরি হয়েছে একটি নিম্নচাপ এলাকা। আবার পূর্ব পশ্চিম অক্ষরেখা উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের নিম্নচাপ থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত। যা মধ্যপ্রদেশ এবং নিম্নচাপ এলাকার পর উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে।
সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য কোন সতর্কবার্তা নেই। তবে বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়।
মঙ্গলবার ফের ভারী বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে এদিন ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির হতে পারে। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই তিন জেলাতে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। আজ সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং এবং কোচবিহারে। মালদা ও দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস মিলেছে।
মঙ্গলবারেও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে মালদা ও দুই দিনাজপুরে। উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি।
বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। এরপর বৃহস্পতিবার আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হবে।