শেষ আপডেট: 12th June 2024 09:30
দ্য ওয়াল ব্যুরো: ভ্যাপসা-প্যাচপ্যাচে গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। কয়েকদিন ধরে বেলা একটু বাড়তে না বাড়তেই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে।অন্যদিকে, টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। কিন্তু দক্ষিণে একে তাপমাত্রায় রক্ষে নেই, দোসর আপেক্ষিক আর্দ্রতা, কবে এই অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি মিলবে? অবশেষে খানিকটা স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস।
বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই গরমের জন্য অস্বস্তিকর আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান ও হুগলিতেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এরই মধ্যে আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা বাদ দিয়ে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।বৃহস্পতিবার রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার সকালেও বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলতে পারে। দুপুরের পর থেকে আবহাওয়া বদলাতে পারে। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস মিলেছে।
এদিকে উত্তরবঙ্গে এই বছর তড়িঘড়ি প্রবেশ করেছিল বর্ষা। কিন্তু তারপর থেকে একই জায়গায় থমকে রয়েছে মৌসুমী বায়ু। ফলে চলতি সপ্তাহেও দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা ক্ষীণ বলেই মত আবহবিদদের।
বুধবার সারাদিন কলকাতায় অস্বস্তিকর গরম ভোগাবে। এদিন বৃষ্টিপাতের সম্ভাবনাও কম। সকাল থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। বিকেলের পর আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে চলেছে। বৃহস্পতিবার শহর কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।
কলকাতা এদিন ৩৭ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি বেশি। বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।
বুধবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য সব এলাকাতেই ভারী বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।