শেষ আপডেট: 16th October 2024 12:25
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূল। চেন্নাইয়ের কাছাকাছি শুক্রবার সকালে এটি স্থলভাগে প্রবেশ করবে। তার জেরে ভিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা থাকেও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির কোনও আভাস দিচ্ছে না আবহাওয়া দফতর। বরং জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।
হাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ বাকি জেলায় আগামী শুক্রবার পর্যন্ত এইরকম আবহাওয়া থাকবে। আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকবে।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ থেকে ৯৩ শতাংশ। শহরেও শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে।
এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে চলতি সপ্তাহে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে।
অন্যান্য একাধিক রাজ্যে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে তামিলনাডু, পন্ডিচেরিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা কেরল, অন্ধ্রপ্রদেশ সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে।