শেষ আপডেট: 28th September 2024 10:49
দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগে আকাশ মুখ ভারী করেই থাকবে। বৃষ্টির পরিমাণ কমলে-বাড়লেও তা একেবারে বন্ধ হয়ে যাওয়ার কোনও সম্ভাবনা আপাতত নেই। এমনটা স্পষ্ট করে দিয়েছে আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস, আগামী ২-৩ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও বুধবার থেকে তা ফের বাড়বে।
হাওয়া অফিস বলছে, দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ এবং উত্তর-পূর্ব অসমে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার জেরে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। উত্তরবঙ্গ লাগোয়া এবং পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কোনও জেলাতেই। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ফের বাড়তে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।
শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য ১.৩ মিলিমিটার। আজ সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকবে তবে আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উন্নতিও হবে বলে আভাস মিলেছে।
দক্ষিণবঙ্গের মতো পরিস্থিতি উত্তরবঙ্গে থাকবে না। কারণ পার্বত্য জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির পূর্বাভাসই দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আর মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার, মালদহ এবং দুই দিনাজপুরে।
বৃষ্টির জেরে পার্বত্য এলাকায় ধস নামার প্রবল সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ বঙ্গ দুই বঙ্গের নদীর জলস্তর অনেকটা বাড়তে পারে। কোথাও কোথাও নদীর জলস্তর বিপদ সীমার ওপরে উঠতে পারে। কিছু এলাকায় প্লাবনের আশঙ্কাও করা হচ্ছে।
অক্টোবরের শুরু থেকে দেশের অন্যান্য রাজ্যেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তর ভারত সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলিও ভিজবে আগামী কয়েক সপ্তাহ ধরে।