Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ! শিব সেনা বিধায়কের মারধরের পর লাইসেন্স বাতিল ক্যান্টিনের'মমতার নামে দুর্নীতির মামলা নেই,' দিল্লিতে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে বললেন দিলীপহাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগেরগুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ ইউনুসের'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’
Weather Update

দুয়ারে বর্ষা, ভ্যাপসা গরম থেকে মুক্তি সময়ের অপেক্ষা! কবে থেকে টানা বৃষ্টি? কী বলছে আলিপুর

ক্রমশ সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু। 

দুয়ারে বর্ষা, ভ্যাপসা গরম থেকে মুক্তি সময়ের অপেক্ষা! কবে থেকে টানা বৃষ্টি? কী বলছে আলিপুর

ফাইল ছবি।

শেষ আপডেট: 14 June 2025 05:44

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে দেরিতে হলেও ভ্যাপসা গরমের হাত থেকে মুক্তি মিলতে চলেছে। আলিপুর জানাচ্ছে, রাজ্যে ক্রমশ সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু। যার দাপটে বঙ্গে বর্ষার (Monsoon) আগমন এখন শুধু সময়ের অপেক্ষা (Weather Update)!

আজ শনিবার বিকেলের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (west bengal) একাধিক জেলায় ঝড়বৃষ্টি হবে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট। আলিপুর জানাচ্ছে, রবিবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হবে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বইবে ঝোড়ো হাওয়া। রবিবার সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।রবিবার থেকে কলকাতাতেও বৃষ্টি দফায় দফায় বাড়বে। যার নিট ফল তাপমাত্রা বেশ কিছুটা কমবে। আলিপুর জানাচ্ছে, আগামী কয়েকদিন আরও ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমবে।

শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রির আশেপাশে। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রি কমতে পারে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৩৯ থেকে ৮৭ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে।

গত শুক্রবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি শুরু হয়েছে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। যার জেরে পাহাড়ি জেলায় ধস নামার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বাড়তে পারে। তিস্তা, তোর্সা, জলঢাকা—সব নদীতেই জল বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিচু এলাকা প্লাবিত হতে পারে বলে আগাম সতর্ক করেছে আবহাওয়া দফতর। পর্যটকদের জন্যও পরামর্শ দেওয়া হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পাহাড়ে ভ্রমণ করলে সাবধান থাকতে হবে। দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়কপথে চলাচলে বিঘ্ন ঘটতে পারে। শস্যের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আলিপুর জানাচ্ছে. আবহাওয়ার গতিপথ বলছে, মৌসুমি অক্ষরেখার পশ্চিম অংশ ২৬ মে থেকে এবং পূর্ব অংশ ২৯ মে থেকে একই জায়গায় স্থির হয়ে রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু এসে থেমেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। তবে আগামী পাঁচ দিনে তা এগোবে। ওড়িশা ও ছত্তীসগড়ের কিছু অংশে আগামী দু’দিনে অক্ষরেখা সক্রিয় হয়ে উঠবে বলে পূর্বাভাস। একই সঙ্গে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও গুজরাতের কিছু অংশে বর্ষা প্রবেশ করতে চলেছে। তারই প্রভাবে আগামী সপ্তাহজুড়ে রাজ্যে কম-বেশি বৃষ্টি হবে।


ভিডিও স্টোরি