বর্ষা এল বাংলায়।
শেষ আপডেট: 28th June 2024 20:12
দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টির পথ চেয়ে চেয়ে আশা হারাতে বসেছিল বঙ্গবাসী। উত্তর ভাসলেও, দক্ষিণের সব জেলা তেতেপুড়ে শেষ হয়ে যাচ্ছিল। গরমে-ঘামে-রোদে সে এক বিতিকিচ্ছিরি অবস্থা। তার উপর গোদের উপর বিষফোঁড়ার মতো প্রতিদিনই ব্যর্থ হচ্ছিল আবহাওয়া দফতরের পূর্বাভাস। গত প্রায় এক সপ্তাহ ধরে রোজই বৃষ্টির কথা বললেও, সে গুড়ে বালি পড়েছে।
অবশেষে মিটল বৃষ্টির তিয়াস। পশ্চিমবঙ্গের সব অংশেই ঢুকে গেল বর্ষা। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ এখন অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে।
আজ, শুক্রবার কলকাতায় সকাল থেকে মেঘলা আকাশ ছিল। ঝিরঝিরে বৃষ্টিও পড়েছে। শনিবার দক্ষিণ বাংলার ন’টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস। এবং বেশ ভারী বৃষ্টি হবে রবিবারও। সঙ্গে বাজও পড়তে পারে। তাপমাত্রা কিছুটা কম থাকবে। ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে।
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। রবিবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার কিছু অংশে।
উত্তরবঙ্গেও পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার আবার বৃষ্টি খুব বাড়তে পারে মালদহ ও দুই দিনাজপুরে।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী তিন-চার দিনে ছত্তীসগড় ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড-বিহারের বাকি অংশে ঢুকবে মৌসুমী বায়ু। এ ছাড়াও পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি ক্রমশ শক্তি বাড়াবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, পশ্চিমবঙ্গের দক্ষিণের কিছু এলাকায় এখনও বর্ষা কিন্তু ঢোকেনি। তা ঢুকেছে কেবল হলদিয়া পর্যন্ত। তবে জুন মাসের বাকি দুদিনের মধ্যে সব জেলায় বর্ষা ঢুকে পড়বে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা।