শেষ আপডেট: 29th December 2024 11:10
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে শীতের খানিকটা আমেজ লক্ষ্য করা যাচ্ছে। রবিবার সকাল অর্থাৎ ২৯ ডিসেম্বর থেকে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় হিমেল ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। তাপমাত্রা কিছুটা কমেছে এবং বর্ষবরণের আগে পারদ আরও কিছুটা নামবে। তবে, জাঁকিয়ে শীত পড়বে কিনা, তা নিয়ে সংশয় রয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শীতের মরশুমের শুরুতে তাপমাত্রা কিছুটা কমে যাবে।
উত্তরবঙ্গে ঘন কুয়াশা ও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে, যদিও কলকাতায় বা দক্ষিণবঙ্গে সেই ধরনের ঠান্ডার কোনও আশঙ্কা নেই। কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং অন্যান্য জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার নিচে নামবে।
শীতের হাওয়া এখনই রাজ্যে জাঁকিয়ে পড়েনি, তবে উত্তুরে হাওয়া বইতে শুরু করবে সোমবার থেকে। এতে তাপমাত্রা আরও ৫ ডিগ্রি কমে যেতে পারে। শীতের আসল আমেজ আসবে নতুন বছরে, তবে এখনই হাড়হিম করা ঠান্ডা নাও পড়তে পারে।
কালিম্পঙে আজ শিলাবৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে উত্তরের সব জেলায়।
আজ অর্থাৎ ২৯ ডিসেম্বর দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে, বাকি অঞ্চলে- কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে।