শেষ আপডেট: 25th January 2025 19:47
দ্য ওয়াল ব্যুরো: শনিবার বিকেল থেকে আবহাওয়ার বদল ঘটবে রাজ্যে তার ইঙ্গিত মিলেছিল। এবার বৃষ্টির পূর্বাভাসও চলে এল। সব জায়গায় না হলেও বিক্ষিপ্তভাবে বাংলার একাধিক জেলায় আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে। তার জেরে হয়তো শীতের অনুভূতি একটু বাড়বে।
আগামী কয়েকদিন ঠান্ডা থাকলেও ২৯ জানুয়ারি রাজ্যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। এই মুহূর্তে অসম ও আন্দামান সাগরে রয়েছে ঘূর্ণাবর্তটি। তার জেরেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এই মুহূর্তে উত্তর ভারতের একাধিক রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি দেখা গেছে। আগামী দিনে পশ্চিমবঙ্গেও বৃষ্টি হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
সামান্য বৃষ্টির জেরে তাপমাত্রার খুব বেশি হেরফের না হলেও একটা গুমোট ভাব থাকবে। বেলা বাড়লে অস্বস্তিবোধও হবে। কিন্তু রাতের দিকে কিছুটা হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা। ফলে শীতের অনুভূতি হবে। কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়বে না বলে মোটামুটি স্পষ্ট করে দিয়েছে হাওয়া অফিস।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৭ থেকে ৯৫ শতাংশের মধ্যে।
ইতিমধ্যে আবার দক্ষিণবঙ্গের চার এবং উত্তরবঙ্গের চার জেলা মিলিয়ে মোট আট জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আর উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়।