শেষ আপডেট: 2nd October 2024 07:28
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই মহালয়া। তার আগে রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে তা আপডেট দিল হাওয়া অফিস। তাদের পূর্বাভাস, ভারী বৃষ্টি না হলেও দিনের বেশিরভাগ সময়ে মেঘলা আকাশ থাকবে। মহালয়ায় বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
চলতি সপ্তাহে মাঝে মাঝে চড়া রোদ ও জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বজায় থাকবে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছু জেলায়। তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে থাকবে। কলকাতাতেও মূলত একই আবহাওয়া থাকতে চলেছে আগামী কয়েকদিন।
মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৯২ শতাংশ। এছাড়া সারাদিনই আংশিক মেঘলা আকাশ থাকবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের বেশি থাকার কথা।
এই মুহূর্তে দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। বাংলা থেকে বর্ষা বিদায় নেবে অক্টোবর মাসের মাঝামাঝি। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমে আসার পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বৃষ্টি সামান্য বাড়বে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।
উত্তর-পূর্ব অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এদিকে কর্ণাটক উপকূল পর্যন্ত অক্ষরেখা রয়েছে যা তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে। আরও একটি অক্ষরেখা রয়েছে উত্তর কঙ্কন থেকে দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশ পর্যন্ত। যেটি মধ্যপ্রদেশের উপর দিয়ে এসেছে। তার জেরেই এমন আবহাওয়া তৈরি হয়েছে।