শেষ আপডেট: 23rd July 2024 08:14
দ্য ওয়াল ব্যুরো: হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে সোমবার থেকেই বৃষ্টির দাপট বেড়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে আগামী ২৪ ঘণ্টা তা আরও বাড়বে। ঝড়-জলের দাপটে উত্তাল সাগরও। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মঙ্গলবারও নিষেধ করেছে হাওয়া অফিস।
মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলিতে। বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত হবে শহর কলকাতাতেও। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।
সারাদিনে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের কালিম্পং ও আলিপুরদুয়ারে। দার্জিলিং, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে মালদহ ও দুই দিনাজপুরে। আবহাওয়া দফতর জানাচ্ছে, দিনভরই বৃষ্টির সম্ভাবনা থাকায় বাইরে বেরোলে অবশ্যই সঙ্গে রাখুন ছাতা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে সাগরে। ফলে উত্তাল থাকবে সমুদ্র। যে কারণে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য উদ্দেশে বিশেষ সতর্কবার্তা রয়েছে।
মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯১ থেকে ৯৭ শতাংশের মধ্যে থাকবে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২১.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মঙ্গলবার কলকাতার আকাশ থাকবে মূলত মেঘলা। তবে বৃষ্টি না হলে তিলোত্তমায় আদ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে।
গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে ঘনিয়ে ওঠা নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন সমুদ্র অশান্ত থাকবে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সেই কারণেই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেড়েছে। আগামী কয়েক দিনে ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে গুজরাটেও। অন্যদিকে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকবে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে। ফলে বাড়বে আদ্রতাজনিত অস্বস্তিও।