শেষ আপডেট: 24th September 2024 18:02
দ্য ওয়াল ব্যুরো: গত শনিবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছিল হাওয়া অফিস। কিন্তু রবিবারও সেই অর্থে বৃষ্টি দেখা যায়নি, উল্টে বাড়ছিল হাঁসফাঁস করা গরম।
এ যাত্রায় নিম্নচাপের প্রভাব বাংলায় বোধহয় পড়বে না, এমনটা যখন সবাই ভাবতে শুরু করেছেন, ঠিক তখনই সোমের সন্ধে থেকে জেলায় জেলায় শুর হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। মঙ্গলবার দিনভরও বৃষ্টি হল। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এর মাঝে বড়সড় পরিবর্তন না ঘটলে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় জেলায় হবে বৃষ্টি। দক্ষিণের পাশাপাশি বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও।
আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর, এই মুহূর্তে সাগরে আরও শক্তিশালী হয়ে উঠেছে নিম্নচাপ। যার জেরে বাংলার পাশাপাশি ওড়িশা, ঝাড়খণ্ড, অন্ধপ্রদেশেও ভারী বৃষ্টিপাত হবে।
মঙ্গলবার সন্ধেয় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সিংহভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
বুধবার থেকে বৃষ্টি বাড়বে পূর্ব মেদিনীপুর, হুগলি, দুই বর্ধমান, দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। একইভাবে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
অন্যদিকে মঙ্গলবার বিকেল থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং-সহ উত্তরের সব জেলাতে ভারী বর্ষণ হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে আগাম ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এরকমই আবহাওয়া বজায় থাকবে দুই বঙ্গে। অর্থাৎ ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই মিলতে পারে অনেকটাই।
মঙ্গলবার দুপুরেও শহরের সর্বোচ্চ তাপমাত্র ছিল ৩৪ ডিগ্রির কাছে। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে প্রায় ৪.৬ ডিগ্রি বেশি। নিম্নচাপের দাপটে বিকেলের পর থেকে তাপমাত্রা কিছুটা কমেছে। আগামীকাল থেকে তা আরও কমবে বলে জানিয়েছে আলিপুর। তবে জেলায় জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইলেও এই মুহূর্তে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা জারি করেনি আলিপুর।