শেষ আপডেট: 13th August 2024 11:32
দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের অবস্থা খারাপ। যদিও বিগত কয়েকদিন ধরে বৃষ্টির পরিমাণ কম থাকায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত উত্তরে পরিমাণ কম হলেও বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ চলতি সপ্তাহে ভাসতে চলছে গোটা রাজ্যই।
আবহাওয়া দফতরের আভাস, দক্ষিণবঙ্গে সোমবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে। তবে আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। দক্ষিণের অন্তত পাঁচ থেকে সাত জেলায় বৃষ্টি হবে।
আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে।বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা শহরে নেই। যদিও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮১ থেকে ৯৪ শতাংশ।
অন্যদিকে উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকবে। উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। নিচের দিকের জেলা মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই মুহূর্তে বাংলায় মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। আপাতত এই অক্ষরেখা রাঁচি ও দিঘা হয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
রাজস্থান এবং অসমে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। রাজস্থানের ঘূর্ণাবর্ত থেকে বাংলাদেশ পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে। যেটি উত্তর প্রদেশ বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। এই কারণে আগামী দু-তিন দিন ভারী বৃষ্টি থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা থাকবে দক্ষিণ-পূর্ব ভারতের একাধিক রাজ্যে।