শেষ আপডেট: 9th August 2024 08:39
দ্য ওয়াল ব্যুরো: উত্তর থেকে দক্ষিণ, বৃষ্টি চলবে এবং তার পরিমাণ বাড়বে। এমনটাই আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত সরে গেছে ঝাড়খণ্ডের উপর। এটি আপাতত অবস্থান করছে ঝাড়খণ্ড ও সংলগ্ন উত্তর ওড়িশা ও ছত্তীসগড়ে। আগামী ২৪ ঘণ্টায় এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এখন এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তরবঙ্গের দার্জিলিং সহ পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে আগামী ৪৮ ঘন্টায়। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই তিন জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরে ধস নামার আশঙ্কাও রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে ধস নামতে পারে। একাধিক এলাকার রাস্তায় দৃশ্যমান্যতা কমবে। নদীর জলস্তরও বাড়তে পারে। আর নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।
অন্যদিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের অন্তত সাত জেলায়। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও পাঁচ জেলায়। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে। রবিবার তো বটেই, আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এমন আবহাওয়াই থাকতে চলেছে।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৮ থেকে ৯৩ শতাংশ। আজ মূলত আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে শহরে। শনিবার ও রবিবার বৃষ্টি বাড়তে পারে।