শেষ আপডেট: 2nd August 2024 10:48
দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েক সপ্তাহ ধরে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কমেনি। আর এই মুহূর্তে দক্ষিণবঙ্গেও অবিরাম বৃষ্টির ধারা বইছে। গত কয়েকদিন ধরেই ভিজছে অধিকাংশ জেলা। সেই ধারা আপাতত বজায় থাকবে বলে জানাল হাওয়া অফিস। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই মুহূর্তে রাজস্থান ও পাঞ্জাবে ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তরপ্রদেশ এবং বিহার থেকে দুটি অক্ষরেখা রয়েছে পশ্চিমবঙ্গ পর্যন্ত। অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা বাংলার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা কলকাতার উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে আবহাওয়ার এই পরিস্থিতি।
শুক্রবারও দিনভর মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বৃষ্টি চলবে। আর উত্তরবঙ্গে রবিবার থেকে বৃষ্টি বাড়বে। শনিবার পর্যন্ত আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং-এ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি ৫ জেলাতেও।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯১ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ৪৭.৪ মিলিমিটার। আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে শহরে। বৃষ্টি হওয়ায় দিন ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নীচে।
শুধু পশ্চিমবঙ্গ নয়, আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, গুজরাত, তামিলনাড়ু, কেরল, কর্নাটক এবং মহারাষ্ট্রে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে গোয়া, ছত্তীসগড়, বিদর্ভ, উত্তরাখণ্ড, হরিয়ানা, জম্মু-কাশ্মীর সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে।