শেষ আপডেট: 19th July 2024 09:18
দ্য ওয়াল ব্যুরো: মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে আরও দূরে সরে গেছে। তবে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। বর্তমানে এই নিম্নচাপ উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে ক্রমশ বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের মতো দক্ষিণে বৃষ্টি হবে না।
কম-বেশি বৃষ্টির মধ্যে দিয়েই যে সপ্তাহের শেষ কাটতে চলেছে তার আভাস আগেই মিলেছে। রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার কথা বলেছে হাওয়া অফিস। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলাও ভাসবে। এই কারণে শনিবার থেকে সোমবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
শুক্রবার বিকেলের পর থেকে কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রবিবার অর্থাৎ ২১ জুলাইয়ে কলকাতায় ভারী বৃষ্টির আভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। সেই অনুযায়ী, রবিবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে বলেই অনুমান করা হচ্ছে। এক্ষেত্রে বলা যায়, আগামী কয়েক দিন মূলত মেঘলা আকাশ থাকতে চলেছে সারাদিন ধরে।
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৮ থেকে ৯১ শতাংশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তাই বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে।
বাংলা তো বটেই আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে। গোয়া, কর্ণাটক ভাসতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। কারণ দেশজুড়ে মৌসুমী অক্ষরেখা সক্রিয়। দক্ষিণের রাজ্যগুলি ছাড়াও উত্তর এবং উত্তর-পূর্বের হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, সিকিম, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, গুজরাতে বৃষ্টির সম্ভাবনা।