শেষ আপডেট: 13th July 2024 17:25
দ্য ওয়াল ব্যুরো: বর্ষাকালের বৃষ্টি এখনও পর্যন্ত চোখে দেখেনি দক্ষিণবঙ্গের মানুষ। তবে বিগত কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়। সেই রকম বৃষ্টিই এখন আপাতত চলবে বলে জানালো আবহাওয়া দফতর। অন্যদিকে উত্তরবঙ্গে যে দুর্যোগ চলছে তা ধীর গতিতে হলেও স্বাভাবিকের দিকে যাচ্ছে।
হাওয়া অফিস বলছে, শনিবার কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির আভাস দেওয়া হলেও ধীরে ধীরে তার পরিমাণ কমবে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
এদিকে আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হলেও সেখানের জেলাগুলিতে ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। রবিবার পর্যন্ত দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সোমবার থেকে 'ফেয়ারলি ওয়াইড স্প্রেইড' বৃষ্টির সম্ভাবনা।
১৭ জুলাইয়ের পর থেকে ফের বৃষ্টির বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, শনিবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মালদহ, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়।
এই মুহূর্তে দেশে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে একটি অসম থেকে বিহার, গুজরাত হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।অন্যদিকে অমৃতসর, চণ্ডীগড় হয়ে আসানসোল কৃষ্ণনগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, ছত্তীশগড়, বিহার ওড়িশা, গুজরাত, পন্ডিচেরি, তেলেঙ্গানা, কর্নাটক-সহ একাধিক রাজ্যে।