শেষ আপডেট: 31st July 2024 09:42
দ্য ওয়াল ব্যুরো: এককথায় যেমন চলছে, তেমনই চলবে। বিগত কয়েকদিন ধরে সারা বাংলা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আগামী কিছুদিন একই পরিস্থিতি বজায় থাকবে বলে জানাল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে অবশ্য বেশি বৃষ্টি হবে বলে আভাস দেওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা আগামী ৪ থেকে ৫ দিনে উত্তরের দিকে সরে যাবে। এই মুহূর্তে সেটি দক্ষিণ-পশ্চিম বাংলার উপর দিয়ে গিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার ফলেই বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের নয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার থেকেই বৃষ্টি বাড়বে বঙ্গে।
আভাস মিলেছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার পশ্চিমের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেগুলি হল পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। অন্যদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে এই সপ্তাহে। তবে শনিবার থেকে বৃষ্টি ফের বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে কলকাতাতে। আপাতত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে শহরে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। তবে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তিও হবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি। বৃষ্টি হয়েছে ৭.৮ মিলিমিটার।
শুধু পশ্চিমবঙ্গ নয়, ভিনরাজ্যেও ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, বিদর্ভ, উত্তরাখণ্ড, হরিয়ানা, চণ্ডীগড়, পঞ্জাব, উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, নাগাল্যান্ড মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং ওড়িশায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। আগামী রবিবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকার কথা।