শেষ আপডেট: 12th July 2024 10:44
দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসেও যে ঠিকঠাক বর্ষাকালের বৃষ্টি পাবে না দক্ষিণবঙ্গবাসী তা জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। তবে শুক্রবার সকাল থেকে আগামী কয়েকদিন যে বিক্ষিপ্ত বৃষ্টি হবে সেই ইঙ্গিতও ছিল। এদিন সকাল থেকেও দেখা যাচ্ছে আকাশের মুখ ভার, শুরু হয়েছে বৃষ্টিও। কিন্তু এখন প্রশ্ন তা কতদিন চলবে।
আগামী দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে। হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে চলবে বৃষ্টি।
হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে শুরু হয়ে জয়সলমের, কোটা, শিবপুরি, ডালটনগঞ্জ হয়ে পুরুলিয়ার কাঁথি পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যেটি বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। ফলত বৃষ্টি পাচ্ছে বাংলা।
শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২.৫ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬০ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৫ জুলাই পর্যন্ত স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। তার পরের দুই সপ্তাহে স্বাভাবিক বা তার বেশি বৃষ্টির সম্ভাবনা। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় আগামী রবিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে। পাশাপাশি কোচবিহার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।