শেষ আপডেট: 29th July 2024 19:59
দ্য ওয়াল ব্যুরো: চলতি সপ্তাহে উত্তর-দক্ষিণের সব জেলাতেই বৃষ্টি হবে, এমনটা জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি এই আভাসও দেওয়া হয়েছে যে, পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আগামী সাত দিন বৃষ্টির হতে পারে। কারণ, মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের জন্য প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।
হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার উত্তর এবং দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আর এই বৃষ্টি চলবে সেই শনিবার পর্যন্ত। কলকাতা তো বটেই, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, হুগলি, বাঁকুড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির মতো জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা।
চলতি সপ্তাহে অর্থাৎ জুলাইয়ের শেষে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা ফের বাংলায় সক্রিয়। এই মুহূর্তে কাঁথির ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সেটি। সেই কারণেই বৃষ্টির পরিমাণ বাংলায় বাড়বে।
সোমবার কলকাতার আকাশ মূলত মেঘলা ছিল। হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়েছে কলকাতাতে। কিন্তু জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি ছিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই সপ্তাহের মাঝামাঝি কলকাতায় বৃষ্টি বাড়তে পারে। সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি।