শেষ আপডেট: 2nd October 2024 07:31
দ্য ওয়াল ব্যুরো: মহালয়ার দিন যে বৃষ্টি হতে পারে সেই আভাস আগেই মিলেছিল। তা সত্যি করেই ভোর থেকে রাজ্যের একাধিক জেলায় ভোর থেকেই শুরু হয় বৃষ্টি। বেশিক্ষণ না হলেও কয়েক ঘণ্টার বর্ষণের জেরে দেবীপক্ষের সূচনার সকাল ভ্যাপসা গরমের হাত থেকে বেঁচেছে। তবে সারাদিন ধরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলায় সারাদিনে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে কোনও জেলাতেই ভারী বৃষ্টির ইঙ্গিত দেয়নি আবহাওয়া দফতর। বরং তাদের পূর্বাভাস, বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে থাকবে।
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও উত্তরের একাধিক জেলায় বিশেষ করে পার্বত্য জেলাগুলিতে টানা বৃষ্টির পূর্বাভাস মিলেছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারের মতো জেলায় সারাদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে নতুন করে ধস নামার বা বন্যা হওয়ার পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে হাওয়া অফিস।
এই মুহূর্তে দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। বাংলা থেকে বর্ষা বিদায় নেবে অক্টোবর মাসের মাঝামাঝি। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমে আসার পরিস্থিতি তৈরি হয়েছে। তবে চলতি সপ্তাহে বৃষ্টি সামান্য বাড়বে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।
বুধবার, মহালয়ার সারাদিন মেঘলা আকাশই থাকবে। জোয়ার আসার কথা সকাল ৯টা ৪৪ নাগাদ এবং ভাটার সময় দুপুর ১টা ১২। গঙ্গার ঘাটগুলিতে যারা তর্পণ করতে যাবেন তাদের এই সময়সূচি দেখে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।