শেষ আপডেট: 28th October 2024 09:05
দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাব পুরোপুরি কেটে গেছে। তাহলে কি আর বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গে? আবহাওয়া দফতর বলছে, অল্প হলেও আছে! তবে কালীপুজোতেও ভাসবে কলকাতা সহ বাকি জেলা? আপাতত এমন কোনও আভাস দিচ্ছে না হাওয়া অফিস। যদিও সোমবার বেশিরভাগ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। যদিও কোনও জেলায় ভারী বৃষ্টির কথা বলা হয়নি। পাশাপাশি বৃষ্টিতে কালীপুজোর আনন্দ ভেস্তে যেতে পারে এমনও ইঙ্গিত নেই। তবে শীত পড়ার আগে পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলার পুরোপুরি সম্ভাবনা রয়েছে।
চলতি সপ্তাহে কলকাতার আকাশ আংশিক মেঘলাই থাকবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই শহরে। হাওয়া অফিস বলছে, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির আশপাশে থাকতে পারে। আগামী দু'দিন হালকা বৃষ্টির আভাস দেওয়া হলেও, শহরে বা পার্শ্ববর্তী জেলায় বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বৃষ্টি কমবে।
উত্তরবঙ্গেও মোটামুটি একই পরিস্থিতি থাকতে চলেছে চলতি সপ্তাহে। দার্জিলিং জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আংশিক হালকা বৃষ্টি হতে পারে আগামী দু'দিন। তারপর থেকেই সেখানেও বৃষ্টি কমে যাবে। নতুন করে ধস নামা বা বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
ঘূর্ণিঝড় 'দানা'র দাপটে মাঝের কয়েক দিন কার্যত ছুটিতে চলে গেছিল সূর্য। পরিবর্তে আকাশের দখল নিয়েছিল ঘন কালো মেঘ। সেই সঙ্গে ছিল প্রবল ঝড় আর ভারী বৃষ্টি। তবে নয়া সপ্তাহ শুরু হয়েছে ঝলমলে রোদ দিয়েই। বৃষ্টির ভ্রূকুটি কাটিয়ে এখন শুধু শীত পড়ার অপেক্ষায় বাঙালি।