শেষ আপডেট: 20th July 2024 18:03
দ্য ওয়াল ব্যুরো: প্রতিবারের মতো এবারেও ২১ জুলাই রাজ্যে বৃষ্টি হবে। এমন আভাস আগেই মিলেছেন। আবহাওয়া দফতরের শেষ আপডেট, আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি হবে। এতএব এখনই দক্ষিণ থেকে বৃষ্টি কোথাও যাচ্ছে না। অন্যদিকে আগের মতো ভাসবে উত্তরবঙ্গ। বৃষ্টির পরিমাণ কিছুটা কম হলেও তা পুরোপুরি থামবে না।
শনিবার সকাল থেকেই বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হয়েছে শহরে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও একই অবস্থা। বেশিরভাগ সময়ই আকাশের মুখ ভার। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার প্রায় সারাদিন ধরেই এমন পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়।
মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গ বৃষ্টিতে ভাসতে পারে। এর মধ্যে রবিবার অর্থাৎ ২১ জুলাই দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। সারাদিনই আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়।
এই মুহূর্তে বঙ্গোপসাগরের নিম্নচাপ ওড়িশা উপকূলের স্থলভাগে প্রবেশ করেছে। পরবর্তী ২৪ ঘন্টায় এটি শক্তি ক্ষয় করে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ছত্তীশগড়ের দিকে অবস্থান করবে। এই কারণে আগামী ৪৮ ঘণ্টায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের একাধিক জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই পাঁচ জেলায়।