শেষ আপডেট: 1st November 2024 09:41
দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টির পূর্বাভাস থাকলেও কালীপুজোয় কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হয়নি। তাতে স্বস্তি মিলেছে। এবার আবহাওয়া দফতর যে আভাস দিল তাতে আরও শান্তি পাবে রাজ্যের মানুষ। কারণ আগামী ক'দিনে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে! হাওয়া অফিসের ইঙ্গিত, রবিবারের পর থেকেই আবহাওয়ার বড় বদল ঘটবে বঙ্গে।
শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেই খালি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও কোনও জায়গাতেই ভারী বৃষ্টি হবে না। তবে বৃষ্টি হলেও তা বেশিদিন স্থায়ী হবে না। কারণ নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা এখন আর নেই।
দক্ষিণবঙ্গে এখনও স্বাভাবিকের ওপরে থাকবে তাপমাত্রা। ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেশি থাকবে কোথাও কোথাও। আগামী তিন-চার দিনে স্বাভাবিকের কাছাকাছি আসবে তাপমাত্রা। সকালের দিকে কুয়াশা দেখা যাবে দু'এক জায়গায়।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণের বেশিরভাগ জেলাগুলিতেই শুষ্ক আবহাওয়া থাকবে। ধীরে ধীরে শীতের আমেজও চলে আসবে বাংলায়। তবে ঠিক কবে থেকে শীত পড়তে পারে, তার আভাস এখনও মেলেনি।
শনিবার থেকেই জেলায় জেলায় মূলত পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া প্রভাব বিস্তার করবে। বৃষ্টির সম্ভাবনা যেমন কমবে, তেমনই বাতাস থেকে জলীয় বাষ্পের পরিমাণও ধীরে ধীরে কমবে। এর ফলে কমবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে থাকবে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। আংশিকভাবে আকাশ মেঘলা থাকলেও শহরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ন্যূনতম।
ভাইফোঁটার আবহাওয়াও শুষ্ক থাকবে। অর্থাৎ কোথাও বৃষ্টি হওয়ার কোনও পূর্বাভাসই নেই। অবশ্য এটাও জানানো হয়েছে, আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। যদিও তা বিক্ষিপ্তভাবে এবং কয়েকটি জেলায়।
উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টি জারি থাকবে। সপ্তাহান্তে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সহ একাধিক পার্বত্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি কোথাও হবে না। যে জেলায় যখন বৃষ্টি হবে না সেই জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। স্পষ্ট আভাস দেওয়া হয়েছে, আগামী প্রায় এক সপ্তাহ উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোনও জেলার দিন বা রাতের তাপমাত্রার তেমন হেরফের হবে না।