শেষ আপডেট: 11th July 2024 11:00
দ্য ওয়াল ব্যুরো: এবারে সময়ের আগেই ৩১ মে উত্তরবঙ্গে প্রবেশ করেছিল বর্ষা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ৮ জুন প্রবেশের কথা ছিল। কিন্তু জুন পেরিয়ে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলল! বর্ষার সেই ভারী বৃষ্টির দেখা এখনও অধরা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে আগামী ৪৮ ঘণ্টা হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর। তাতে আদ্রতাজনিত অস্বস্তি দূর হওয়ার বিশেষ সম্ভবনা দেখছেন না খোদ আবহাওয়া বিশেষজ্ঞরাও।
অন্যদিকে উত্তরবঙ্গে বৃহস্পতিবারেও প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে সোমবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে উত্তরবঙ্গে। তার আগে দুর্যোগ-দুর্ভোগ চলবে উত্তরবঙ্গে। বাড়বে নদীর জলস্তর। নিচু এলাকা প্লাবনের আশঙ্কাও থাকছে। একই সঙ্গে পার্বত্য এলাকায় ধসের সম্ভাবনাও রয়েছে।
উত্তর প্রদেশ থেকে অসম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখাটি বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে শুরু হয়ে জয়সলমীর, কোটা শিবপুরি ডালটনগঞ্জ হয়ে পুরুলিয়া-কাঁথি পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত কবে থেকে শুরু হবে, তা জোর দিয়ে বলতে পারছে না আলিপুর আবহাওয়া দফতরও।
বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।
উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। গত ২৪ ঘন্টায় কুমারগ্রাম ১১০ মিলিমিটার, বারোবিষাতে ৯০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারও আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৮৭ শতাংশের মধ্যে থাকতে পারে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে।
বস্তুত, বর্ষার স্বাভাবিক বৃষ্টি হলে অন্য বছর জুলাইয়ের মাঝামাঝিতে সর্বোচ্চ তারমাত্রা গড়ে ২৯ ডিগ্রির আশেপাশে থাকে। এবারে সেটাই রয়েছে সর্বনিম্ন!
অন্যদিকে মধ্য ভারত ,পূর্ব ভারতে উত্তর-পূর্ব ভারতের বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী চারদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র , কর্নাটক, উত্তরপ্রদেশ, বিহার, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় এবং সিকিমে। ভারী বৃষ্টি হবে জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরাখন্ড, চণ্ডীগড়, হরিয়ানা ও দিল্লিতে।