শেষ আপডেট: 29th January 2025 08:29
দ্য ওয়াল ব্যুরো: শীতের বিদায়ের তবে কি শুরু? হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে মঙ্গলবার থেকেই চড়ছে তাপমাত্রা। বুধবার তা আরও ঊর্ধ্বমুখী। সেই সঙ্গে বুধ ও বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে।
এদিন সকাল ৭টাতেও বহু এলাকার দৃশ্যমানতা ৫০ থেকে ১৯৯ মিটারে নেমে এসেছে। যার জেরে বিমান, ট্রেন পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একইভাবে জাতীয় সড়কগুলিও ঘন কুয়াশার চাদরে ঢাকা। দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতার নির্দেশ জারি করেছে আলিপুর।
নতুন করে এখন ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস। কারণ, পয়লা ফেব্রুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। যে কারণে ফেব্রুয়ারির প্রথমে ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যেতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ জোড়া পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাপমাত্রা আরও বাড়তে পারে।
বুধবার ঘন কুয়াশার দাপট থাকবে দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা ধোঁয়াশা ও কুয়াশা থাকতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবারও উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়াতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সম্ভাবনা। শিলাবৃষ্টি হতে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং জেলায়। তবে উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি কুয়াশা থাকবে।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৮৫ শতাংশের মধ্যে থাকবে।
অতি ঘন কুয়াশার চাদরের মোড়া থাকবে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, বিহার ও ওড়িশাতে। শৈত্য প্রবাহের সতর্কতা হিমাচল প্রদেশে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে আন্দামান -নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিমে