শেষ আপডেট: 6th December 2024 09:43
দ্য ওয়াল ব্যুরো: মেঘ সরে একটু একটু করে তাপমাত্রা কমতে শুরু করেছে। এই বুঝি জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে মনে করা হচ্ছে, ঠিক তখনই আবার দুঃসংবাদ শোনাল আলিপুর আবহাওয়া দফতর। সৌজন্যে আবার পশ্চিমী ঝঞ্ঝার দাপট!
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবারের পর শুক্র ও শনিবারও গড়ে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমবে অর্থাৎ নিজস্ব ট্র্যাকে শীত ফিরছে। কিন্তু নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার দাপট দেখা দেওয়াই আগামী সপ্তাহের শুরুতে ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
শুধু দক্ষিণবঙ্গ নয়, আগামী কয়েক দিন তাপমাত্রার এই ওঠা নামা লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গেও। ফলে এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়ার বিশেষ কোনও সম্ভাবনা দিচ্ছেন না আবহাওয়া বিশেষজ্ঞরা।
বরং পশ্চিমী ঝঞ্ঝার দাপটে শুক্র ও শনিবার দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদহ, কালিম্পং সহ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবেই বৃষ্টিপাত চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। ফলে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা এখনই নেই। সে ক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝা মিটে গেলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষে রাজ্যে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
সেক্ষেত্রে নতুন করে কোনও ঘূর্ণাবর্ত বা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি না হলে তারপর থেকেই শীতের দাপট বাড়তে পারে।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি। আগামী ২৪ ঘণ্টা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৯ থেকে ৯৫ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে।
আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি হবে মধ্য মহারাষ্ট্রে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তামিলনাডু, পন্ডিচেরিতে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শনিবার থেকে সোমবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। সমতলে প্রভাব পড়বে রবিবার ৮ ডিসেম্বর থেকে।