গোটা রাজ্যজুড়েই টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ফের বাড়বে বৃষ্টির দাপট।
ফাইল ছবি
শেষ আপডেট: 20 June 2025 05:12
দ্য ওয়াল ব্যুরো: সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাব রাজ্যজুড়ে বৃষ্টি হচ্ছে। আর এই পরিস্থিতি আগামী বেশ কয়েকদিনই বজায় থাকবে (Weather Update)। বুধবার পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার না হলেও প্রায় সারাদিনই মেঘলা আকাশ ছিল। তাই হাওয়া অফিসের (Weather Office) পূর্বাভাস, আপাতত বর্ষণমুখর দিনই থাকছে।
গোটা রাজ্যজুড়েই টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ফের বাড়বে বৃষ্টির দাপট।
আবহাওয়া দফতর জানিয়েছে, আবার সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা। সঙ্গে রয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ, যা বর্তমানে ঝাড়খণ্ডের দিকে সরে গেছে। পাশাপাশি, পাঞ্জাব থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। এই তিনটির প্রভাবে রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গজুড়ে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে।
শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে, এই ক'দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পূর্বাঞ্চলীয় জেলাগুলিতে এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিছু জেলায় পরিস্থিতি ভিন্ন। অতিভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায়। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে। পাশাপাশি ৩০–৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশের সম্ভাবনা। কখনও আংশিক মেঘলা আকাশ হতে পারে। বৃষ্টিতে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকবে। সকালের দিকে মনোরম পরিবেশ হলেও বাতাসে জলীয় বেশি থাকায় বেলা বাড়লে অস্বস্তি হতে পারে।
শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৯০ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ২.৪ মিলিমিটার।